নিজ কর্ম দক্ষতায় সফল উদ্যোক্তা নারী রাজশাহীর মেয়ে দিলারা জেসমিন। কর্মই সফলতার চাবিকাঠি। কোন কাজই ছোট নয়। মার্কিন সেনাবাহিনীর সদস্যেরা নিজের পায়ের বুট নিজে পালিশ করেন। নিজের পরিশ্রমে সফল নারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে রাজশাহীর মেয়ে দিলারা জেসমিন ।
দিলারা জেসমিন বলেন,অন্যের উপর নির্ভরশীল না হয়ে প্রতিটি মেয়ে যেন পরিশ্রম করে সফল হয় সেই লক্ষ্যে কাজ করছেন। তিনি বলেন, মেয়েরা সমাজের বোঝা নয় তারাই উন্নয়নের চাবিকাঠি।
তিনি আরও বলেন, মেয়েরা অবসর সময়ে হাতের কাজ করে নিজ সংসারে অবদান রাখতে পারে।
তিনি আরও বলেন, আমার প্রতিষ্ঠান শুধু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও ভূয়সী প্রশংসার দাবিদার। দিলারা জেসমিন এর গুড়, রাজশাহী ছাড়াও অন্যান্য জেলায় তাদের প্রোডাক্ট ইমপোট করে।দিলারা জেসমিনএর সাথে প্রায় ১০০ জন মহিলা কাজ করছেন।দিলারা আরও বলেন, আমার প্রতিষ্ঠানের কার্যক্রম শহর, গ্রাম এমন কি বাংলাদেশের ৬৪ টি জেলায় ছড়িয়ে দিতে চাই।
দিলারা জেসমিন শুধু সফল উদ্যেগতাই নয়,তিনি শের-ই বাংলা কলেজের বানিজ্য বিভাগের প্রভাষক। তিনি দুই সন্তানের জননী। এসএসসি ০৩/০৫ গ্রুপে গুড় বিক্রি করে মিস্টি আপা খ্যাতি অর্জন করেন
৩০৪ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৩০৫ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৪৬ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৪৯ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬৭ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৭০ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৪০৪ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৪০৭ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে