দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকা সাহসিকতার একযুগে পদার্পণ উপলক্ষ্যে পাঁচবিবিতে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পাঁচবিবি মডেল প্রেসক্লাবে দৈনিক আমার সংবাদের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মো: আলী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সভাপতি মো: জিহাদ হোসেন মন্ডল, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মুনিরুজ্জামান, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সেক্রেটারি আল কারিয়া চৌধুরি।
এসময়ে আরো উপস্থিত ছিলেন- দৈনিক জনবাণী পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি মো: রেজুয়ান হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা পাঁচবিবি উপজেলা প্রতিনিধি সবুজ হোসেন, দৈনিক দেশের কণ্ঠ'র জেলা প্রতিনিধি আহসান হাবিব, দৈনিক দেশচিত্র'র পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক ভোরের ডাক পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন, দৈনিক ডেইলি এক্সপ্রেস পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি এমডি মোরসালিন লাবিব সহ অনেকেই।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, সাংবাদিকদের কাজ হলো সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরা। আশা করি দৈনিক আমার সংবাদ সেই কাজটিই করবে। দেশের যেকোন ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়াবে। আমার সংবাদ পরিবারের জন্য শুভ কামনা।