জয়পুরহাটের রশিদপুর সাতআনা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে র্যাব।
চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল রবিবার (৩০ জুন) রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রশিদপুর সাতআনা এলাকায় অভিযান পরিচালনাকালীন র্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিম কৌশলে আত্মগোপন করে।
এ সময় নিরপেক্ষ সাক্ষীসহ স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে র্যাবের অভিযানিক দল জানতে পারেন, পলাতক আসামী সেলিম ও তার সহযোগী শফিউল পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আসামী সেলিমের বসত বাড়ির কক্ষে জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক সিরাপ কালোবাজারির মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ ও সংরক্ষন করে নিয়মিত পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে সেলিম এর বসত বাড়ী তল্লাশী করে ১৫ হাজার ৫৫১ বোতল ছোট-বড় জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। যার সর্বমোট মূল্য-১২ লাখ ৫২ হাজার ৭৩৫ টাকা।
পলাতক আসামি মোঃ সেলিম (৩৫) রশিদপুর সাতআনা গ্রামের মৃত আবু সাইদের ছেলে এবং তার সহযোগী মোঃ শফিউল ইসলাম (৩৩) বেড়াখাই গ্রামের মোঃ কাইম উদ্দিনের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে মঙ্গলবার সন্ধা ৭ টায় প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্তৃপক্ষ জানান, উদ্ধারকৃত আলামত জেলার পাঁচবিবি থানায় জমা করে একটি মামলা রুজু করা হয়েছে এবং কালোবাজারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে ব্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।