জয়পুরহাট পাঁচবিবিতে মোটরসাইকেল ও মেসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ মোস্তাকিম নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত মোস্তাকিম উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের রুহুল আমিনের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান
৭ জুলাই(রবিবার) সকালে মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাজারে আসার পথে টি,এন,টি মোড় এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা মেসি ট্রাকের মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়।