মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
ভারতে উগ্রবাদী সংগঠন ইসকন ও উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যা, বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাঁচবিবিতে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) পাঁচবিবি বাইতুন নুর জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নেতাকর্মীরা বলেন, ভারতের এ হামলার জন্য ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে দেশের মর্যাদা রক্ষায় আরও সচেষ্ট হতে হবে।
এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদ মহতামিম মোঃ জমিল হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বৈষম্য বিরধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি আজিজার রহমান,শিক্ষক হাফিজার রহমান।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভে পাঁচবিবিবাসী দেশের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ এবং সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
৪ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ দিন ৬ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২১ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৩ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
২৮ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে