পাঁচবিবি সীমান্তে ভারসাম্যহীন আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার
মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারসাম্যহীন আদিবাসী বৃদ্ধার লাশ উদ্ধার। ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামে ভারত সীমান্তের ৩০০ গজ পূর্বদিকে বাংলাদেশ অভ্যন্তরে আদিবাসী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত বৃদ্ধা পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের পুত্র শ্যামচরন পাহান (৬২)।
ঘটনাস্থল থানা পুলিশ ও বিজিবি সদস্য পরিদর্শন করেন। পুলিশ বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ শ্যামচরনের মাথার সমস্যা ও ভারসম্যহীন থাকায় পরিবারের লোকজন তাকে প্রায় সময় শিকল বন্দী করে রাখত।
গতকাল ১৬ ডিসেম্বর (সোমবার) রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। কখন সবার অজান্তে সে বাড়ির বাহিরে গিয়েছে কেউ বলতে পারেনা।মঙ্গলবার সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর ক্ষেতে তার লাশ দেখতে পায়।
বিষয়টি থানা পুলিশ ও কড়িয়া বিজিবি কে আবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
৪ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ দিন ৮ মিনিট আগে
২০ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
২১ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
২৩ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
২৮ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে