কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আ' লীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের মৃত ছফর উদ্দিন জোতদারের ছেলে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী জোতদার ও ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকার মৃত ফজলে রহমানের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সুলতান আহমেদ।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন ওই দুই নেতা। সোমবার রাতে তারা বাড়ীতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃত আওয়ামীলীগের দুই নেতাকে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
৫ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
২৫ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৫ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে