ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সাবেক যুবলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (০২ জানুয়ারী) রাত আটটার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে ।
গ্রেফতার হাসেম আলী (৬২) উপজেলার কিশামত শিমুলবাড়ী এলাকার স্বরে মামুদের ছেলে এবং নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন হাসেম আলী। বৃহস্পতিবার রাতে তিনি বকুলতলা বাজারে ঘোরাফেরা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখানো হয়। আগামীকাল শুক্রবার তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।
৫ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
২৫ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৫ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে