কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক ও জমিজমার বিষয় নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ০৩ জন জখম প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার (০৫ জানুয়ারী) সকাল অনুমান-০৮.০০ ঘটিকায় উপজেলার বড়লই (আমছা বাজার) নামক স্থানে শহিদুল ইসলামের বাড়ীর সামনে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শহিদুল ইসলামের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
জানা যা শহিদুল ইসলামের সাথে তার জ্ঞাতীগোষ্ঠি মজিবুল হক ওরফে বাঘা (৩০), বাবলুর রশিদ ওরফে বাবুল (৫০), হামিদুল হক (৩৬), নুর হোসেন (৬০), জাহিদ হাসান (২৭), মাহাবুল হক (৪০), আমিনুল ইসলাম (৩৩), জাকির হোসেন ওরফে জিরান (২৬), আশিক মিয়া (২২)গণের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এ সময় শহিদুল ইসলামের পিতা আফজাল হোসেন (৮০), চাচা-আজিজার রহমান (৬০), চাচাতো ভাই মোঃ মেহেদী হাসান (১৬)গণ গুরুত্বর জখম প্রাপ্ত হয়। এসময় মজিবুল হক ওরফে বাঘা (৩০) সহ তার লোকজন শহিদুল ইসলামের বসতবাড়ীর ভাংচুর করে। পরে এলাকার লোকজন সেখানে এসে তাদের মারামারি থামিয়ে জখমীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এই বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
২৫ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৫ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে