‘সবার সাথে সব সময়’ এ শ্লোগানে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৩ বছর পেরিয়ে ৪ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে শনিবার বিকেলে রংপুরের পীরগাছা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকাটির ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
পীরগাছা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কান্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।
ডেল্টা টাইমস পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম লাভলুর আয়োজনে এতে বক্তব্য দেন, ইটাকুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিদুল হক, সহসভাপতি এম খোরশেদ আলম ও ডেল্টা টাইমস পত্রিকার বিভাগীয় প্রতিনিধি বাবলুর রহমান বারী।
এছাড়াও উপস্থিত ছিলেন পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল হামিদ, দীপ্ত টিভির প্রধান কার্যালয়ের অফিস ডিস্ট্রিবিউশন মিজানুর রহমান, পীরগাছা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার আজাদ, সদস্য সৈয়দ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজার রহমান, সদস্য শাহজাহান সিরাজ মাসুদ ও কার্যকরী সদস্য রাজু মুন্সী সহ অনেকে।
আলোচনা সভার পরে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহীদুল ইসলাম এবং কেক কাটেন প্রধান অতিথি সহ অন্য অতিথিরা। বক্তারা, দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ কামনা করেন।