যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা যারা বর্তমানে লেখাপড়া করছেন সেসব রাবিয়ানদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পরের দিন পীরগাছা সরকারি কলেজ মাঠে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয় এ দিনটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ পীরগাছা উপজেলা সমিতির আয়োজনে এদিন সকাল সাড়ে ১১টায় রেজিস্ট্রেশন ও লজিস্টিক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে ফটোসেশনের মাধ্যমে শেষ হয়। মধ্যাহ্নভোজের পর বৈকালীন আড্ডা শেষে সন্ধ্যার পর রাত সাড়ে ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম শফিক। এছাড়াও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা সমিতির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান নয়ন, উপদেষ্টা অধ্যাপক ড. শাহাদাত হোসেন, ড. রিজু খন্দকার, ডা. মাহফুজুর রহমান মন্টু, পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ ফাহমিদ হাসান রনু, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক শেখ ফরিদসহ অনেকে।