রংপুরের পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন বিএনপির বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দ্বিবার্ষিক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে বিএনপির কর্মি ও সমর্থক ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তিন পদের মধ্যে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ বাবুল। বাকি পদের প্রতিদ্বন্দ্বী থাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে ৪৫৯ ভোটের মধ্যে ফুটবল প্রতীকে ২৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক মনছুর আলী সরকার ও তালা প্রতীকে ৩৩৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আক্কাছ আলী বাদল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) চৌধুরাণী উচ্চ বিদ্যালয় হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক নাজির হোসেন, যুগ্ম আহবায়ক মোস্তাফিজার রহমান রেজা, শরিফুল ইসলাম ডালেজ, জাকির আহমেদ, আব্দুল মান্নান সরদার, আব্দুস সালাম আজাদ জুয়েল, সদস্য আজাদ হোসেন ও রবি লাহিড়ী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের হাজার হাজার উৎসুক জনতা।