রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার কদমতলা বাজারস্থ মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা অধ্যক্ষ মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন থানা ওসি নুরে আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, নায়েবে আমির আবুল হাশেম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার ও সেক্রেটারী আবু সুফিয়ান সুজন, পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আব্দুজ্জাহের, সহকারী অধ্যাপক মাও. শফিকুল ইসলাম মিলন, আল ফোরকান ট্রাস্টের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, মাদ্রাসার উপাধ্যক্ষ আজগার আলী, আনোয়ারুল ইসলাম, শফিকুল ইসলাম খান প্রমুখ।