বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রায় ১৭বছর পর জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এ ওয়ার্ডে ১৭৯ ভোটের মধ্যে চেয়ার প্রতীকে ৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মহসীন আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবার আলী ৮৫ ভোট পেয়ে পরাজিত হন। বাবলু মিয়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
বুধবার (২৯ জানুয়ারি) পেটভাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপি কর্মি ও সমর্থক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিন সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন অন্নদানগর ইউনিয়ন বিএনপি আহবায়ক জিল্লুর রহমান।
নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন অন্নদা নগর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মাহাবুবার রহমান, বজলুর রহমান, গোলাম সরওয়ার, রফিকুল ইসলাম, জুয়েল খন্দকার ভুট্টু, রফিকুল ইসলাম দুদু, মোশাররফ হোসেন সহ আরও অনেকে।
সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আবু দাউদ আনসারি সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাকিব হাসান প্রান্তিক।