“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছা থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে থানা চত্ত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। থান অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর পুলিশ সুপার আবু সাইম। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ একা কিছু পারবে না। আপনাদের সহযোগিতা লাগবে। একটা পরিবর্তন চলছে। আমরা আগের মতো বলপ্রয়োগ করব না। পাশাপাশি মাদক, বাল্যবিয়েসহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
থানা অফিসার ইনচার্জের আয়োজনে ও এসআই নুর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, নায়েবে আমির আবুল হাশেম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা ও নাজির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার, পীরগাছা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, অন্নদানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিল্লুর রহমান ও সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, পবিত্রঝাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, ইসলামি আন্দোলনের নেতা ডা. রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, ছাত্র সমন্বয়ক ফারদিন আহসান মাহিম ও সোহেল তানভীর প্রমুখ।