ইউসেপ রংপুর অঞ্চলে জেন্ডার রেসপনসিভ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে এক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসভায় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক মীর তামান্না সিদ্দিকা, ইউসেপ বাংলাদেশের উপ-পরিচালক (ফিল্ড অপারেশনস) আশরাফ উদ্দিন, উদ্যোক্তা উন্নয়ন কমিটির চেয়ারপারসন মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সরকার বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ব্যবস্থাপক/মহাব্যবস্থাপক, এইচআর এবং অ্যাডমিন ম্যানেজার, ট্রেড বডি/অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, টিভিইটি ইনস্টিটিউটের প্রতিনিধি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক মীর তামান্না সিদ্দিকা, নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের প্রতি গুরুত্ব আরোপ করেন।
আবুল খায়ের টোব্যাকো গ্রুপের এইচআর ম্যানেজার জিয়াউর রহমান, সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে নারীদের অংশগ্রহনের কথা উল্লেখ করেন। ইউসেপ বাংলাদেশের উপ-পরিচালক (ফিল্ড অপারেশনস) আশরাফ উদ্দিন, ইউসেপ বাংলাদেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। ইসলামে নারীদের অধিকার সম্পর্কে সূরা আন নিসা এর কথা তুলে ধরেন ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম। এছাড়াও টিভিইটি, বেসরকারি খাত এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দক্ষতার ঘাটতি এবং সহযোগিতা মোকাবেলা সম্পর্কেও আলোচনা করেন তিনি।