রংপুরের পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পীরগাছা জে.এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি খেলাধূলা প্রদর্শন শেষে বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি সৈয়দ শামসুদ্দোহা চঞ্চলের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সহসভাপতি তাহমিদুর রহমান সাবু। উদ্বোধক ছিলেন জেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি আব্দুল মাবুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব সৈয়দ মোদাচ্ছের হুসাইন সোহেল, উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির সচিব শিশির কুমার রায়, পীরগাছা কিন্ডারগার্টেন স্কুলের চেয়ারম্যান মাজেদ মিয়া, পরিচালক আব্দুল কাদের, মোজাম্মেল হক এডুকেশন সেন্টারের পরিচালক সাবিনা ইয়াসমিন রুনা, চাপড়া কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সহ আরও অনেকে। খেলায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন জে.এন স্কুলের শরীরচর্চা শিক্ষক আসাদুজ্জামান রাজা ও হামিদুল ইসলাম এ্যামিলি।