রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-হাজরা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাত ও ইসলামি সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় উপজেলার কদমতলা বাজারস্থ মাদ্রাসা হলরুমে ২৭জন বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
আল-হাজরা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও নূরানী শিক্ষক মাওলানা ফাখরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজার রহমান, মাদ্রাসার সেক্রেটারী বাবলুর রহমান, দিলালপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন, গভর্ণিং বডির সদস্য নুরুল আলম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোশারফ হোসেন, ব্যবসায়ী আমিনুল ইসলাম, আব্দুর রউফ রোকন, শিক্ষক আব্দুর রহিম, ব্যবসায়ী জুয়েল মিয়া ও মামুনুর রশিদ।
সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম ক্বারী আব্দুল হাদী।