“অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন”- এ প্রতিপাদ্যে রংপুরের পীরাগছায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে ও প্রশিক্ষক তসলিমা নাসরিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, জেলা মহিলা দলের সভানেত্রী মর্জিনা জাহান স্বর্ণা, রহিম উদ্দিন ভরসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, পারুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নাগরিক উদ্যোগের এরিয়া সমন্বয়কারী শ্যামল মোহন্ত, ব্র্যাকের কর্মসূচি সংগঠক আব্দুর রাজ্জাক, ইসলামিক রিলিফের সহকারী ব্যবস্থাপক সেলিম রেজা, সংগঠক সেলিনা বেগম ও অহনা আক্তার সহ অনেকে। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ছয় উদ্যোক্তাকে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।