উৎসবমূখর ও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় দক্ষিণ কুচিয়ামোড়া সপ্রাবি বালক দল ঘাসিয়ারচর সপ্রাবি বালক দলকে ২-০গোলে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হন। সিকদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বাবুরহাট সপ্রবির বালিকা দলকে ট্রাইবেকারে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি,সাবেক চেয়ারম্যান,উপজেলা পরিষদ, রায়পুর -লক্ষ্মীপুর। সভাপতিত্ব করেন মোহাম্মদ টিপু সুলতান সহকারি উপজেলা শিক্ষা অফিসার, রায়পুর-লক্ষ্মীপুর। এ ছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন বকসি ইউপি সদস্য ৮নং ওয়ার্ড ও জনাব সালমা বেগম সভাপতি দক্ষিণ কুচিয়ামোড়া সপ্রাবি।
টুর্নামেন্টের আহবায়ক হিসেবে মোহাম্মদ আব্দুস সোবহান প্রধান শিক্ষক হাওলাদার সপ্রাবি যথাসাধ্য চেষ্টা করেছে একটি উৎসবমূখর পরিবেশে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করার জন্য।
দক্ষিণ কুচিয়ামোড়া সপ্রাবি ‘ র ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ফিরোজ আলম টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সৌন্দর্য সবকিছুর অংশীদার ইউনিয়নের সকল প্রাথমিক শিক্ষকবৃন্দ।