লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের যানজট নিরসনে একটি শক্তিশালী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খাঁন এবং সহকারী কমিশনার (ভুমি) মো. শাহেদ আরমান।
এই অভিযানে ফুটপাতে অবৈধভাবে বসে থাকা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং সড়কগুলো দখলমুক্ত করা হয়। একইসাথে, ফুটপাতে যত্রতত্র পার্কিং করা মোটরযান, হেলমেট ছাড়া চালনা এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া নিত্যপন্যের মূল্য বৃদ্ধি রোধ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৬টি মামলা দায়ের করে মোট ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর সেনা ক্যাম্পের সদস্যরা এবং পুলিশের একটি টিম।
ইউএনও মো. ইমরান খাঁন এসময় বলেন, ‘‘পৌর শহরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন একসাথে কাজ করছে। সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। একইসাথে, সড়ক যানজট মুক্ত রাখতে এবং সড়ক ব্যবহারে শৃঙ্খলা আনতে সকল চালককে সচেতন করা হয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘এ অভিযান পুরো রমজান মাস ব্যাপী অব্যাহত থাকবে।’’ এভাবে, রায়পুর পৌর শহরে যানজট সমস্যা সমাধানে প্রশাসনের এই কার্যক্রম শহরবাসীর জন্য একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
৪ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩০ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৩০ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে