উত্তরার স্বনামধন্য ও সুপ্রতিষ্ঠিত ভিশন ফিজিওথেরাপি সেন্টার (VPC) ২০১৩ সালের ৪ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। দেশের বিভিন্ন সুনামধন্য ফিজিওথেরাপি কলেজ থেকে পাশকৃত ২০জনের অধিক দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটি ফিজিওথেরাপি চিকিৎসায় সবার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং আগামীকাল (৪ ডিসেম্বর) এই প্রতিষ্ঠানটির ৯ বছর পুর্তি হবে। এছাড়া বর্তমানে ঢাকার বনানীকে ভিশন ফিজিওথেরাপি সেন্টার এর ২য় ইউনিট ইতোমধ্যে সেবা কার্যক্রম শুরু করেছে। ভিশন ফিজিওথেরাপ সেন্টারের ডিপার্টমেন্টসমূহ :
১. অর্থোপেডিক ফিজিওথেরাপি ইউনিট।
২. পেইন ম্যানেজমেন্ট ইউনিট।
৩. নিউরো ফিট ফিজিওথেরাপি ইউনিট :
৪. পেডিয়াট্রিক ইউনিট।
৫. জেরিয়াট্রিক ইউনিট।
৬. স্ট্রোক রিহ্যাবিলিটেশন ইউনিট।
৭. ফিট বে, ওয়েট লস সল্যুশনস।
৮. অর্থোটিক্স এন্ড প্রস্থেটিক্স ইউনিট।
৯. আবাসিক সুবিধা।
১০. হোম কেয়ার সার্ভিস।
১. অর্থোপেডিক ফিজিওথেরাপি ইউনিট :
এ ডিপার্টমেন্টের অধীনে ঘাড় ব্যথা, কোমর ব্যথা, কাঁধে ব্যথা, ফ্রোজেন শোল্ডারেরর ব্যথা, Wrist Joint Pain, Hand Injury, হাটু ব্যথা, বিশেষ করে Osteoarthritis, Any ligament injury, Meniscus injury, SI Joint dysformation, Pelvic Injury, Sciatic Nerve Pain পায়ের ব্যথা যেমন, গোড়ালির ব্যথা, Heel Spur, Plantar Fascitis ইত্যাদি রোগে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য দক্ষ ও অভিজ্ঞ ফিজিও দ্বারা Assesmant / Physical Examination এর মাধ্যমে Treatment Plan করে ফিজিওথেরাপি চিকিৎসা করা হয়।
২. পেইন ম্যানেজমেন্ট ইউনিট :
সাধারণত রোগীদের ব্যথা কম/বেশী হয়ে থাকে Musculoskeletal সমস্যা (যেমন: হাঁটু ব্যথা, কাঁধে ব্যথা, কোমরে ব্যথা) গুলোতে। সেগুলো Manual Therapy, Mobilization, Manipulation, Muscle Energy Technique এবং Evidence Based Technique এর মাধ্যমে Pain Management করা হয়।
৩. নিউরো ফিজিওথেরাপি ইউনিট :
এ ইউনিটে স্ট্রোক, বেলস্ পালসি সহ নিউরোলজিক্যাল সমস্যার ফিজিওথেরাপি চিকিৎসা দক্ষ ফিজিওথেরাপিস্ট দ্বারা Assesment এর মাধ্যমে Treatment Plan করা হয়। স্ট্রোক ও প্যারালাইসিস সমস্যাগুলো PNF, Bobath ইত্যাদি টেকনিক এর মাধ্যমে ফিজিওলেরাপি চিকিৎসা করা হয়।
৪. পেডিয়াট্রিক ফিজিওথেরপি ইউনিট :
ভিশনে নতুন মাত্রায় যোগ হল পেডিয়াট্রিক ইউনিট এ শিশুদের পেডিয়াট্রিক সমস্যা যেমন : Cerebral Palsy, Down Syndrome, Muscular Dystrophy, Club Foot, Deformity ইত্যাদির ফিজিওথেরাপির ব্যবস্থা রয়েছে। এবং Referal System এর মাধ্যমে Pediatric Doctor দের Feedback দেওয়া হয়।
৫. জেরিয়াট্রিক ইউনিট :
এ ইউনিটে বয়স্ক লোকদের নিউরোলজিক্যাল সমস্যা ও ব্যথার সমস্যাগুলো অতি গুরুত্বের সাথে দক্ষ ফিজিও দ্বারা Treatment করা হয়।
৬. স্ট্রোক রিহ্যাবলিটেশন ইউনিট :
স্ট্রোক রোগিদের ফিজিওথেরাপি ও সঠিক পুনর্বাসন চিকিৎসার জন্য ভিশনে এই বিশেষ ইউনিট চালু করা হয়েছে। এ ইউনিটে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধায়নে স্ট্রোক রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে ফিজিওথেরাপি চিকিৎসার ব্যবস্থা করা হয়।
৭. ফিট বে, ওয়েট লস সল্যুশনস :
সম্পুর্ণ বিজ্ঞান সম্মত উপায়ে অত্যাধুনিক বেশ কিছু মেশিনের মাধ্যমে কোন প্রকার এক্সারসাইজ ছাড়াই ওজন কমানোর সেবা রয়েছে ফিট বে স্লিমিং সেন্টারে। এখানে রয়েছে দক্ষ নিউট্রিশনিস্ট, যেখানে রোগিদের এসেসমেন্ট করে প্রয়োজনীয় পরামর্শ সহ খুব সহজে ও পার্শপ্রতিক্রিয়াবিহীন ভাবে ওজন কমানোর চিকিৎসা দেয়া হয়।
৮. অর্থোটিক্স এন্ড প্রস্থেটিক্স ইউনিট :
বিভিন্ন জন্মগত বিকলাঙ্গ, এক্সিডেন্ট সহ বিভিন্ন নিউরোলজিকাল সমস্যায় এ রকম সেবার প্রয়োজন হয়। ভিপিসি তে রয়েছে অর্থোটিক্স এবং প্রস্থেটিক্স এর উপর অভিজ্ঞ স্পেশালিষ্ট যিনি রোগিদের এসেসমেন্ট করে প্রয়োজনীয় বিভিন্ন কৃত্তিম ডিভাইস ও সাপোর্টিভ ডিভাইস এর ব্যাবস্থা করে দেন।
৯. আবাসিক ব্যবস্থা :
ভিশনে দূরের রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আবাসিক সুবিধাও রয়েছে। এখানে রোগীরা স্বল্প খরচে আবাসিক সুবিধা ও চিকিৎসা নিতে পারবেন।
১০. হোম কেয়ার সার্ভিস :
যে সকল রোগিরা সেন্টারে এসে ফিজিওথেরাপি নিতে সমস্যা হয়, তাদের জন্য রয়েছে হোম কেয়ার ফিজিওথেরাপি সেবা। আমাদের অভিজ্ঞ কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টগণ রোগিদের বাসায় গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে থাকেন।
সঠিক ও Evidence Based ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ভিশন ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাব সেন্টার দৃঢ় প্রতিজ্ঞ।
ভিশন ফিজিওথেরাপি সেন্টারের সেবা নিন সুস্থ থাকুন।
ভিশন ফিজিওথেরাপি সেন্টার (উত্তরা, শাখা)
বাড়ি নং - ৪২, লেক ড্রাইভ রোড, সেক্টর-৭, উত্তরা, ঢাকা
ভিশন ফিজিওথেরাপি সেন্টার (বনানী শাখা)
বাড়ি নং- ১১৯, রোড-১, ব্লক- এফ (চেয়ারম্যান বাড়ি) বনানী, ঢাকা।