লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
রবিবার (০৫ ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর মো. জামাল নাছের চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা।
অনুষ্ঠানে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ডা. কাজী মো. নূর-উল ফেরদৌস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল কাজী ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, মিজানুর রহমান ভুইয়া ভাইস-চেয়ারম্যান, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট।
প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, অধ্যক্ষ, কুমিল্লা সরকারী মহিলা কলেজ।
রতন কুমার মজুমদার, সদস্য, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও অধ্যক্ষ, পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর।
প্রফেসর মোহাম্মদ আমানত হোসেন, অধ্যক্ষ, রায়পুর সরকারি কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর। মো. সাঈফ উদ্দিন, অধ্যক্ষ, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষাজীবনে উচ্চমাধ্যমিক পর্যায়ের গুরুত্ব তুলে ধরেন সকলকে নৈতিক, মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের অধ্যাবসায়ী হওয়ার জন্য উপদেশ দেন।
প্রিন্সিপাল কাজী ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন প্রধান অতিথি ,সভাপতি ও বিশেষ অতিথি যারা মঞ্চকে আলোকিত করেছেন প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
বক্তব্য শেষে কলেজের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।