লক্ষ্মীপুরের রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ কুমিল্লা শিক্ষাবোর্ড এ ভালো ফলাফল অর্জন করেছে। এবার এইচএসসি পরীক্ষা-২০২২ প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সর্বমোট ৩৯০ পরীক্ষার্থীর মধ্যে ৩৯০ জন পাশ করেছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগের -১১৮, ব্যবসায় শিক্ষা-৪৮, মানবিক বিভাগের - ৫৫ জন মোট ২২১জন জিপিএ-৫পেয়েছে।কলেজের পাশের হার ১০০%।
সংশ্লিষ্টরা জানান, অন্যান্য পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষায় সাফল্যের পেছনে রয়েছে সুশৃংখল শিক্ষার্থীদের অধ্যাবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা।
কলেজ অধ্যক্ষ মোঃ নুরুল আমিন জানান, কর্তৃপক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি আবাসিক-অনাবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু ভালো ফলাফল অর্জন নয় বরং চৌকষ ও সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা কলেজের লক্ষ্য। এ জন্য শিক্ষার্থীদের রুটিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। কলেজ থেকে শিক্ষা লাভের পর প্রতিটি শিক্ষার্থী যেন বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে এ জন্য কলেজে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে। ভালো ছাত্র নয়, সুনাগরিক এবং সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই কলেজের উদ্দেশ্য।
মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক নাসরিন সুলতানা শ্যামলী জানান, অনেক শিক্ষার্থী কলেজে পড়তে আসে; যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না। কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ অর্জন করে। এটি প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ভালো ফলাফলের অন্যতম সুন্দর বৈশিষ্ট্য।
রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক আখতার হোসাইন খান বলেন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পড়তে আসা ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয়। যাতে তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
এইচএসসিতে আশানুরূপ ফলাফল অর্জনের জন্য কলেজের অধ্যক্ষ রবের শুকরিয়া আদায় করেন। এ অর্জনের সাথে সংশ্লিষ্ট সম্মানীয় ট্রাস্টিগণ, অ্যাকাডেমিক কাউন্সিলের আহ্বায়ক ও সদস্যবৃন্দ, গভর্নিং বডির সম্মানীয় সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত অধ্যাপক, বিভাগীয় প্রধানগণ, গাইড শিক্ষকবৃন্দ, বিষয় সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং কর্মকর্তা- কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০১২ সালে কলেজ চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত কলেজ বিভিন্ন পরীক্ষায় ধারাবাহিকভাবে অত্যন্ত সফলতার সঙ্গে জেলায় ফলাফলের শীর্ষে অবস্থান করে আসছে। বর্তমানে ১০৫ জন শিক্ষক ও প্রায় ৩ হাজার শিক্ষার্থী আছে।
৪ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩০ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৩০ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে