রায়পুরে কাজী হাসানুজ্জামান- অজিউল্লাহ মাদ্রাসার উদ্যোগে কাজী নুর মোহাম্মদ হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ডা. কাজী মোঃ নূর-উল ফেরদৌস কো- চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইব্রাহিম, সাইনবোর্ড ঢাকা, প্রধান আলোচক মাওলানা মোঃ নুর উদ্দিন সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকা, সম্মানিত অতিথি মু. নুরুল আমিন অধ্যক্ষ প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, মিজানুর রহমান ভূঁইয়া ভাইস চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট। বিশেষ আর্কষণ ছিলেন অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশ্বজয়ী অন্ধ হাফেজ ক্বারী মোহাম্মদ তানভীর হোসাইন। প্রধানশিক্ষক,মারকাজুত তাকওয়া মাদ্রাসা,বসুরহাট,কোম্পানীগঞ্জ,নোয়াখালী। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান,প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ।
প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা ১০ পারা ১৫ পারা গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত। ঢাকা থেকে আগত হাফেজ বিচারকবৃন্দ বিচারকার্য সম্পন্ন করেন।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়।
এ সময় বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিগণ ওলামায়ে কেরামগণ ও বিভিন্ন মাদ্রাসার হাফেজগন উপস্থিত ছিলেন।