লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ২০২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি অডিটোরিয়ামে ডা.কাজী মোঃ নূর-উল ফেরদৌস কো- চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর শামসুন্নাহার ফারুকী, কো- চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট, বিশেষ অতিথি মিজানুর রহমান ভূঁইয়া ভাইস চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট। মু. নুরুল আমিন অধ্যক্ষ প্রিন্সিপাল কাজী ফারুক স্কুল এন্ড কলেজ, সহকারি অধ্যাপক নাসরিন সুলতানা শ্যামলী, সাইফুল ইসলাম সহকারি অধ্যাপক ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) , শফিউল আলম টিপু প্রধান শিক্ষক কেএফএসসি শিশুকানন ও নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি।
আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান,
ইঞ্জিনিয়ার কাজী রাসেল আহমেদ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান মাহমুদ আলিফ জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে দোয়া মোনাজাত পরিচালনা করেন ফারুক হোসেন মুহতামিম কাজী হাসানুজ্জামান ও অজিউল্লাহ মাদ্রাসা।