লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর জমিদাতা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলাউদ্দিন হাওলাদার । শুক্রবার (১৭ই মার্চ) ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ৮৫ হয়েছিল ।
চরবংশী ইউনিয়নের খাসারহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং রায়পুর উপজেলার সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজার নামাজের পূর্বে মরহুম আলাউদ্দিন হাওলাদারের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন-
মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি সাবেক চেয়ারম্যান রায়পুর উপজেলা পরিষদ, অধ্যক্ষ মামুনুর রশিদ চেয়ারম্যান রায়পুর উপজেলা পরিষদ, আব্দুর রশিদ মোল্লা সাবেক চেয়ারম্যান ৮ নং দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদ ও আরো অন্যান্য ব্যক্তিবর্গ।
এদিকে চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন-মোহাম্মদ আব্দুস সোবহান প্রধান শিক্ষক হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়,
২ নং উত্তরচর বংশী যুব সংঘের সাবেক সেক্রেটারি প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের প্রভাষক আখতার হোসাইন খান, বিশিষ্ট ব্যবসায়ী আবু বাসেত হাওলাদার, সমাজসেবক জুলহাস উদ্দিন হাওলাদার, বেলায়েত হোসেন হাওলাদার প্রমূখ।
মৃত্যুকালে তিনি তিন পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রায়পুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আলাউদ্দিন হাওলাদার চেয়ারম্যান থাকাকালে তিনি এলাকায় গরীব দুঃখী মানুষের সেবায় কাজ করেছিলেন। বৃহত্তর ২ ও ৮ নং চরবংশী ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, এতিমখানা স্থাপন করে চরবংশীবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এই জননেতা। তার মৃত্যুতে বৃহত্তর চরবংশী ইউনিয়নবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।