তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে' গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার। লোহাগাড়া উপজেলা যুবদল কতৃক ঈদ পূনর্মিলনী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মননা স্মারক প্রদান অনুষ্টান সম্পন্ন। শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার অতিরিক্ত যাত্রী তোলায় যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে দিলো স্ত্রী চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ রুগীদের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এক্ষুনি বিশ্বনাথের ইউএনও'র লাগাম টেনে ধরুন ওয়াপদার নিচে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে" ---খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন আনুলিয়ায় প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার, ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন পুড়ে ৮ বসতবাড়ি ঈদের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে

বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচী

 পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির  সভাপতি জসিম উদ্দিনের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে অনশন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গনে এক দফা এক দাবিতে অনশন শুরু করে। শিক্ষর্থীরা জানায়, প্রতিষ্ঠানের এডহক কমিটিতে অনৈতিক ভাবে মোঃ জসিম উদ্দিনকে সভাপতি করা হয়েছে। তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান রয়েছে। বুধবার মানব বন্ধন থেকে আলটিমেটাম দেয়া হয়েছিল বৃহস্পতিবার সকালের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে তা না হলে অনশন করা হবে। তারই ধারাবাহিকতায় অনশন শুরু হয়েছে। জসিম উদ্দিনের পদত্যাগ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের পাশাপাশি এ অনশন চলবে।  শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থী কিংবা অভিভাবকদের কাউকে না জানিয়ে গোপনে, মামলাবাজ হিসেবে চিহ্নিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। এতে  সহায়তা করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল আমিন। ছাত্রজীবনে জসিম উদ্দিন এই প্রতিষ্ঠানেরই এক শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে বহিষ্কার হয়েছিলেন। এছাড়া  তিনি চরমোন্তাজে বসবাস করেন না। তাই কলেজের মানোন্নয়নে তিনি কোন ভূমিকা রাখতে পারবেন না। এ কারণে তিনি সভাপতি হিসেবে থাকার যোগ্য নন। অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

জানাগেছে, কমিটির  বিষয়টি গত ১১ জানুয়ারি প্রকাশ্যে আসে। এরপর থকেইে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে। এর জেরে গত ২০ জানুয়ারি রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে    মামলা করেন জসিম উদ্দিন। ওই মিথ্যা  মামলা প্রত্যাহারের দাবিতে  বুধবার দুপুরে চরমোন্তাজ স্লুইস বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা।  কর্মসূচিতে  প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওলিউল ইসলাম, ডা: আলী আহাম্মেদ, যুগ্ম সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমুখ। তাদের দাবি, অনতিবিলম্বে হয়রানিমূলক এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

এ বিষয়ে চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির  সভাপতি ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন গনমাধ্যমকে জানান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নজরুলের পছন্দের ব্যক্তি সভাপতি না হাওয়ায় ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাজানো নাটক করছে। এছাড়া তার ছোট ভাই রিয়াজকে মারধর করায় মামলা করা হয়েছে। 

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, জসিম উদ্দিনকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করার প্রতিবাদ করেছে এলাকাবাসী। এতে ক্ষুদ্ধ হয়ে তার ছোট ভাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজকে মারধর করা হয়েছে এমন নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাসিয়ে রাজনৈতিক ফয়দা হাসিল করার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী এই ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান গনমাধ্যমকে জানান, বিষয়টি সম্পর্কে অবগত আছি, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

আরও খবর