তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ এই প্রতিপাদ্য কে সামনে রেখে উত্তর চট্রগ্রাম (রাংগুনিয়ার) অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাহাতিয়া নাঈমীয়া ব্লাড ডোনাস এসিসোয়েশন এর এডমিন-মডারেটর প্যানেলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২রা জানুয়ারি)বিকালে উপজেলার চৌমুহনী দাওয়াত রেস্টুরেন্টে উক্ত সংগঠনের এডমিন মহিউদ্দিন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহাতিয়া নাঈমীয়া ব্লাড ডোনাস এসিসোয়েশন প্রতিষ্ঠাতা এডমিন ইমাম হোসেন নয়ন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডমিন গোলাম মোস্তফা, সংগঠনের মডারেটর আবদুল্লাহ আল সুমন সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিউদ্দিন মুন্না ,তানভীর হোসেন, নজিবুল্লাহ রাকিব ,ইয়াসিন শাহ নঈমী ,ওমর ফারুক নঈমী, আশরাফুল আলম সাকিব,রায়হান উদ্দিন, তানভীর হোসেন,নুরুন্নবী হোসেন জনি ,আলী আশরাফ রিয়াদ ,মোহাম্মদ সাকিব প্রমুখ।
এইসময় বক্তারা বলেন- সবাইকে মানবিক কাজে শরিক হতে হবে। সংগঠন কে এগিয়ে নিতে সকল সদস্য কে ঐক্য বদ্ধ হিসেবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে ২০২৩-২৫ সালের এডমিন-মডারেটর হাতে দায়িত্ব সনদ তুলে দেন।
৭৮ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৯৪ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
২২৬ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
২২৮ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৬৪ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৬৪ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
২৮১ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে
২৮৫ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে