কবিতাঃ দায়বদ্ধতা
লেখাঃ মো কায়সার আলম
আজও সেই পথ
রয়েছে দৃশ্যমান
ফিরে দেখো একবার তুৃমি
কর ভেঙ্গে চুরমার
অসত্যের সেই বাণী
স্তব্ধতাই তোমার,সাহস তাদের
সমাজ ধ্বংসের কারণ
মানবিক হয়ে তুমি
বুঝিয়ে তাও তাদের,
নয়তো সামাজিকতা বারণ
দায়বদ্ধতায় গড়ো জীবন,
দূর করো ক্রন্দন
নৈতিকতা ধরো আঁকড়ে
পরকালেও আসবে কাজে
তার বিরুদ্ধে জীবন গড়ে,
কেনো ডাকো নিজের বিপর্যয়
নিজেরই হাতে
কলম ধরার সময়ে
তুমি ধরেছো হাতে ধূমপায়ী লাকড়ি
তুমি'ই বাজিয়েছ তোমার পরিবারে
অশান্তির বাঁশরী
বিবাহ নামে রাত বিরাতে
গান বাজনায় মগ্ন তুমি
৩০০ ফিটের দূরত্বে তোমার
কবরটি তুমি দেখনি
অপসংস্কৃতির শিকড়ে তুমি
নিয়েছো নিজেকে মুড়িয়ে
দায়বদ্ধতা থেকে দূরে সরে,
ভবিষ্যত করিওনা ছারখার পুড়িয়ে
পরিবর্তন করো পথ,
দায়বদ্ধতার খাতিরে
ক্ষনিয়ে যায়নি সময় এখনো
আসো নৈতিকতার জগতে
৭৭ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯৩ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
২২৬ দিন ১০ মিনিট আগে
২২৭ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৬৩ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
২৬৪ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৮০ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
২৮৫ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে