তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে' গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার। লোহাগাড়া উপজেলা যুবদল কতৃক ঈদ পূনর্মিলনী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মননা স্মারক প্রদান অনুষ্টান সম্পন্ন। শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার অতিরিক্ত যাত্রী তোলায় যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে দিলো স্ত্রী চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ রুগীদের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এক্ষুনি বিশ্বনাথের ইউএনও'র লাগাম টেনে ধরুন ওয়াপদার নিচে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে" ---খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন আনুলিয়ায় প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার, ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন পুড়ে ৮ বসতবাড়ি ঈদের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে

রূপগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ৪ ডিএনডি খালপাড়ে গ্যাসের গন্ধ পেতেন এলাকাবাসী, নিশ্চিত নয় তিতাস।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব বিশ্বরোড মোড় থেকে একটু এগোলেই ডিএনডি খাল। খালের পূর্ব পাড়ে বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াজ উদ্দিনের (৭৫) ভাঙা টিনের বাড়ি। গতকাল শনিবার রাতে ওই বাড়ির পাশে খালপাড়ে খোলা জায়গায় ওই মুক্তিযোদ্ধার লাশ গোসলের সময় আগুনে চারজন দগ্ধ হন। ওই খালপাড় ধরে তিতাস গ্যাসের পুরোনো একটি পাইপলাইন আছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তাঁদের দাবি, ওই পাইপলাইনে অসংখ্য ছিদ্র আছে। গরমকালে সেখানে গ্যাসের গন্ধ পাওয়া যেত। বর্ষায় খালপাড়ে পানি জমলে বুদ্‌বুদ তৈরি হতো।

তবে তিতাস কর্তৃপক্ষ বলছে, সেখানে একসময় তিতাসের আবাসিক সংযোগ ছিল। সেটি বিচ্ছিন্ন করেছে তিতাস। তিতাস গ্যাস থেকেই আগুন লেগেছে নাকি সেখানে জমে থাকা ময়লায় গ্যাস জমেছিল, সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছে না তিতাস।

গতকাল রাতের আগুনে ওই বীর মুক্তিযোদ্ধার লাশের কিছু অংশ পুড়ে যায়। আগুনে দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন তারাব খালপাড় এলাকার মো. কবির হোসেন (৪০), মো. জুম্মন (৩০), সেমিন হোসেন (২২) ও মিরাজ হোসেন (১৮)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দগ্ধ চারজনের মধ্যে জুম্মনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। বাকি তিনজনের মধ্যে মিরাজের ৪ শতাংশ এবং সেমিন ও কবিরের ৫ শতাংশ করে দগ্ধ হয়েছে।

লাশের গোসল দেওয়ার পর আগরবাতি দিতে দেশলাই জ্বালালে হঠাৎ আগুন ধরে যায়

বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আফিয়া বেগম প্রথম আলোকে বলেন, প্রায় ২৪ বছর আগে তাঁরা ওই এলাকায় জায়গা কিনে বাড়ি করেন। বাড়ির পেছনের খালপাড়ে একসময় ভূমিহীনরা ঘর তুলে বসবাস করতেন। তাঁদের কারও কারও ঘরে অবৈধ গ্যাস-সংযোগ ছিল। কয়েক বছর আগে ডিএনডি খাল পরিষ্কারের সময় সেই ভূমিহীনদের উচ্ছেদ করা হয়। তার পর থেকে মাঝেমধ্যে সেখানে গ্যাসের গন্ধ পাওয়া যেত। তিনি বলেন, ‘আমরা গ্যাসের গন্ধ পাইতাম। কিন্তু কী করমু, কারে জানামু এগুলা কিছু বুঝি নাই। খালপাড় দিয়া কত লোক চলাচল করে, তারাও গন্ধ পাইত। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয় নাই। এমন খোলা জায়গায় আগুন লাগব, কেউ কোনো দিন চিন্তা করে নাই। এখনো গ্যাসের গন্ধ পাওয়া যাইতাছে। এটা নিয়া আমরা ভয়ে আছি।’

সরেজমিনে ঘটনাস্থলে গেলে নাকে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। খালের পাড়ে লাশ ধোয়ানোর একটি খাটিয়া ও আগুনে পুড়ে যাওয়া একটি মশারি পড়ে থাকতে দেখা গেছে।

তিতাস গ্যাসের সোনারগাঁর আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সেখানে গ্যাসের গন্ধ পাওয়া যায় বা গ্যাস লিকেজ হচ্ছে, এমন কোনো খবর আমাদের জানা ছিল না। সকালে আমরা দুর্ঘটনাস্থলটি ভেকু (খননযন্ত্র) দিয়ে খুঁড়ে দেখেছি। সেখানে আমাদের একটি আবাসিক সংযোগ ছিল। সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস থেকেই আগুন লেগেছে নাকি সেখানে জমে থাকা ময়লায় গ্যাস জমেছিল, তা এখনই বলা যাচ্ছে না।’

দগ্ধ কবিরের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, কবির পেশায় একজন জামদানি কারিগর। পাশাপাশি এলাকার কয়েকজনকে নিয়ে তিনি স্বেচ্ছাশ্রমে মৃত ব্যক্তিদের গোসল করান। গতকাল সন্ধ্যায় পাশের এলাকার বীর মুক্তিযোদ্ধা ইয়াজ



Tag
আরও খবর