মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকবহিষ্কারের প্রতিবাদে আ.লীগ নেতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রফিকুল ইসলাম রফিককে দলীয় পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকালে মিছিলটি যমুনা সার কারখানা শহীদ মিনার প্রাঙ্গণ হতে বের হয়ে কারখানার প্রধান গেইট ও কান্দারপাড়া হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে বিজয় ভবনের সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রফিকুল ইসলাম বলেন, আমি শেখ হাসিনার কর্মী। তার নির্দেশের বাইরে কোনো কাজ করি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী সরিষাবাড়ী তৃণমূল আওয়ামী লীগের পছন্দ না হওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রার্থী পুনঃবিবেচনার দাবি জানায়। সেই মিছিল করার অপরাধে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতারা আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে। আমি জানতে চাই কী অপরাধ। কোন অপশক্তির বলে আমাকে বহিষ্কার করা হবে। আমি তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। যদি অবিলম্বে এ আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে তৃণমূল আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আমি পরবর্তী কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবো।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে নির্বাচনী বর্ধিত সভায় বহিষ্কারের ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগের নেতারা। তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে তারাই ভালো জানেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।
৩৩ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে
১৭০ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
১৭৩ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭৯ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১৮০ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৮৪ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
১৯৩ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে