জামালপুরের সরিষাবাড়ীতে ভুল চিকিৎসায় পশুর মৃত্যুর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার পেরিআটা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কৃষক মনিরুজ্জামান মুরাদ অভিযুক্ত ডাক্তারের বিরোদ্ধে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, কৃষক মুরাদের একটি গরু অসুস্থ্য হয়ে পড়লে ভুল চিকিৎসা করেন উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে চিকিৎসক রবিউল ইসলাম আওয়াল। এতে গরুটি গুরুতর অসুুস্থ্য হয়ে মারা যায়।
অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ সুলতান ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সাদ্দাম হোসেন কৃষকের বাড়ীতে গিয়ে অভিযুক্ত ভ ডাক্তার রবিউল আওয়াল সাথে যোগাযোগের চেষ্টা করলে খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরে আওয়ালের পরিবারের অন্য সদস্যদের উপস্থিতি এবং সম্মুতিতে ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়ীতে বসে ৫০ হাজার টাকা ক্ষতিপূরন আদায় করা হয়।
ভবিষ্যতে সে আর কোনদিন পশু চিকিৎসা করবে না বলে মুচলেকা সিদ্ধান্ত নেওয়া হয়ে।
এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সুলতান জানান, বাদী-বিবাদি উভয় পক্ষে লোকজন মিলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
এ ঘটনায় সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সাদ্দাম হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম অভিযোক্ত ডাক্তারকে পাইনি। তবে তার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত থেকে এলাকার মাতাব্বরদের সম্মতিতে ক্ষতিপূরণ হিসাবে ৫০ হাজার টাকা দিয়ে উভয়ের মধ্যে সমঝোতা করা হয়েছে এবং
আওয়াল আর কোনদিন চিকিৎসা সেবা দিবেনা বলেও মুচলেকা সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৩ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
১৭০ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
১৭৩ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭৯ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
১৮১ দিন ৩ মিনিট আগে
১৮৪ দিন ১৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৯৩ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে