জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শান্ত মিয়া নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে সরিষাবাড়ীর বাউসী-ধনবাড়ী প্রধান সড়কের তালতলা ব্রীজপাড় সংলগ্ন দুদু মাঝির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত শান্ত মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরহাটবাড়ী মৃত হেলাল উদ্দিন এর ছেলে। এলাকাবাসী জানায়,সকালে দুইটি অবৈধ ৬ চাকার বালু ও ইট পরিবহন গাড়ি দ্রুতগতিতে চললে গাড়ির সামনে বসে থাকা হেলপার শান্ত মিয়া ছিটকে পড়ে যায়। এসময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শান্ত। সড়ক দুর্ঘটনার পর থেকে অবৈধ গাড়ির চালক ও অন্যান্য সহযোগীরা পলাতক রয়েছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। মৃত দেহ উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ মৃত দেহ থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার উপপরিদর্শক মুর্শিদ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করি। মৃত দেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা
১৯ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫৬ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬০ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
১৬৫ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৬৬ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬৭ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭০ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৮০ দিন ৫৬ মিনিট আগে