সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ আগস্ট) বিকালে ৫টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ শাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র প্রমুখ। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, মো. আতাউর রহমান, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহাম্মেদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু ,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শেখ ফিরোজ আহমেদ, মোস্তাফিজুর রহমান নাসিম, মহিলা সম্পাদক শিমুন শামস, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুল আসিফ মুন্নী, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মো. জোহর আলী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক এহসান হাবীব অয়ন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক সাবিয়া হোসেন প্রমুখ।সভায় ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, খাদ্য বিতরণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি উৎযাপনে গৃহীত হয়।
১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে