মঙ্গলবার (২৪ মার্চ) পৌনে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সকল সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার প্রনয় বিশ্বাসের সভাপতিত্ব বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ব্র্যাক জেলা ম্যানেজার আশরাফুল মাশরুদ, ব্রেকিং দ্য সাইলেন্স জেলা ইনচার্জ মো. শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম চেয়ারম্যান শেখ মাহবুবুল হক।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, আশাশুনি সরকারি কলেজের আইসিটি শিক্ষক দেবাশীষ দাশ, জেলা প্রবেশন কর্মকর্তা সুমনা শারমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. এছমত আরা আরা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, উপ-সহকারী পরিচালক মো. রুহুল আমিন, দেবহাটা ও তালা উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন ও মো. রেজাউল করিম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুলাল চন্দ্র মন্ডল, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আনিসুর রহমান মল্লিক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদা খাতুন ও কমিটির অন্যান্য সদস্যগণ।
সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন প্রশিক্ষণ, মামলার তথ্য সংগ্রহ ও মনিটরিং করা, অপরাধ সংঘটনের সাথে সাথে থানায় সহায়তা নেওয়া, নারী ও শিশু হেল্প ডেস্ক সক্রিয় রাখা থানার কম্পিউটার থেকে অভিযোগ লেখা ও মানসিক সাপোর্ট নেওয়া, ভিকটিমের তথ্য গোপন রাখা ও সুরক্ষা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ করা ও স্কুল পর্যায়ে সাইবার সুরক্ষা ক্লাব, সাইবার অপরাধ হলে দ্রুত মামলার প্রমাণ সংরক্ষণ করা অপরাধে ব্যবহৃত ডিভাইস দ্রুত জব্দ করে তথ্য সংগ্রহ করা, সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট, মাই গভ অনলাইন প্লাটফর্ম থেকে ৩০টি সেবা সরাসরি পাওয়া যাবে ও বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভা সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম।
৪ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে