সাতক্ষীরায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বুধবার সকাল ৯ টায় ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ পরিচালক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট মোঃ সাদেক আলী, হাব’র সদস্য মাওলানা আব্দুল হাদী, সাতক্ষীরা সদর হাসপাতালের ডাঃ মোঃ সাইফুল আলম, সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোঃ আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সাতক্ষীরা থেকে এবছর ৮৫৯ জন হজযাত্রী প্রশিক্ষণে অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রশিক্ষণার্থী ১১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪৮ জন হজযাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পক্ষ থেকে গমনেচ্ছু হজযাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুহাম্মদ আসাদুল্লাহ।
২ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে