ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলায় পরিবেশ দূষণকারী আইন লংঘনকারী তিনটি ইট ভাটায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর ও হরিনাকুন্ডু উপজেলা প্রশাসন।
ঝিনাইদহ পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক মুন্তাছির রহমান জানান, পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয় নির্দেশনায় ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে উপজেলার বোয়ালিয়া এলাকার মেসার্স নিউ বিআরবি ব্রিকস, মালিপাড়া এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস ও দোবিলা এলাকার মেসার্স আরাফ ব্রিকস নামক তিনটি ইটভাটায় ইট প্রস্তুত ও ডাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ইটভাটায় নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে ২০১৩ এর ধারা ৬ লংঘনের দায়ে এ ইট ভাটাসমূহে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।
তিনি জানান, এসময় মেসার্স নিউ বিআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কাঠ চেরাই মিল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় ও ভেকু মেসিন দিয়ে সম্পূর্ণ ক্লিন গুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লাখ কাচাঁ ইট ধ্বংস করা হয়। এছাড়াও মেসার্স ভাই ভাই ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভেকু মেসিন দিয়ে সম্পূর্ণ ক্লিন গুড়িয়ে দেওয়া হয় এবং ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লাখ কাচাঁ ইট ধ্বংস করা হয়। একইভাবে মেসার্স আরাফ ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেকু মেসিন দিয়ে সম্পূর্ণ ক্লিন গুড়িয়ে দেওয়া হয় এবং ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লাখ কাচাঁ ইট ধ্বংস করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিনাকুন্ডু সহকারী কমিশনার (ভুমি) ঈষিতা আক্তার। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক আশরাফ আলী। অভিযানে হরিনাকন্ডু থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।