বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের ১৭ দিনেও সন্ধান পাওয়া যায়নি ১১ বছরের শিশু আল আমিনের। নারচি ইউনিয়নের টিওরপাড়া গ্রামের মফিদুল ইসলামের ছেলে এবং নারচি গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আল আমিন।
ছেলে নিখোঁজের ব্যাপারে গত ২১ অক্টোবর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন মফিদুল ইসলাম।
ডাইরি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সকাল ৭টায় বাড়ীর সামনের উঠানে খেলাধুলা করার একপর্যায়ে নিখোঁজ হয় শিশুটি। মফিদুল ইসলাম জানান, নিখোঁজ আল আমিন আমার তালাক দেওয়া প্রথম স্ত্রী আকলিমার ছেলে। ১২ বছর আগে মাদারীপুর জেলার শিবচর থানার কেরানীবাট গ্রামের শিরু কাজীর মেয়ে আকলিমাকে বিয়ে করলেও ৫ বছর পূর্বে আকলিমা তালাক প্রাপ্ত হয়। সেখানেও খোঁজ নিয়ে নিখোঁজ আল আমিনের কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, দেশের প্রতিটি থানায় শিশু আল আমিনের ছবি সহ বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। কোথাও সন্ধান পাওয়া গেলে, উদ্ধার করে পরিবারের নিকট ফেরত দেওয়া হবে।
২২ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪০ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৮ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৮ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৫১ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৫৯ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
৬৬ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে