সারিয়াকান্দিতে মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সহ ১১ জন আটক
বগুড়ার সারিয়াকান্দিতে আলাদা আলাদা অভিযানে উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া (৪৬) সহ ১১ জনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
থানা সূ্ত্রে জানা গেছে, রবিবার রাতে অভিযান চালিয়ে হাটফুলবাড়ি এলাকা থেকে দুলাল মিয়াকে আটক করে পুলিশ। আটককৃত উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া উপজেলার হাটফুলবাড়ীর মৃত আব্দুস সোবাহানের ছেলে।
একইসাথে আলাদা অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী হাটশেরপুর গ্রামের মৃত জামাল উদ্দীন বেপারীর ছেলে ইনতু বেপারী (৫৯), মৃত জাবেদ আলি বেপারীর ছেলে ভুলু বেপারী (৫৮), নারচী সরকার পাড়ার মগলু সরকারের ছেলে ইউসুফ সরকার, পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের মৃত দুদু আকন্দের ছেলে বুলু আকন্দ, বাগবের (কালীতলা) গ্রামের বাচ্চু সরকারের ছেলে আলম সরকার(৩২), নারচী বাঁশগাড়ী এলাকার মৃত জবেদ আলীর ছেলে জয়নাল (৬০), জয়নালের স্ত্রী রহিমা বেগম (৫৫), পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের উকিলের ছেলে মুকুল (২৬), আন্দরবাড়ী গ্রামের তছলিম আকন্দের ছেলে জয়নাল আকন্দ (৫০) এবং হাটফুলবাড়ি ইউনিয়নের কাটাখালী গ্রামের সুরুজ্জামানের স্ত্রী রাবেয়া বেগম (৩২) কে আটক করে পুলিশ।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, জিআর নং-১১৯/২০২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।