বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত রুকন সম্মেলনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় বায়তুল মাল বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন।
উপজেলা জামায়াতের সেক্রেটারী এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ রেজাউল করিম, মাওলানা ক্বরী মোহাম্মদ আব্দুল মজিদ, জেলা টিম সদস্য অধ্যাপক মোহাম্মদ জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সারিয়াকান্দি শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ, মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেনে, সহ-সেক্রেটারি মাওলানা কাজী মোহাম্মদ জহুরুল ইসলাম, মোহাম্মদ সাদিকুল ইসলাম স্বপন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ডা. নাজির হোসেন, মোহাম্মদ বনী আমিন, মোহাম্মদ মোমিনুল ইসলাম সেলিম, মাওলানা অধ্যাপক রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলা শিবির সেক্রেটারি আসিফ ইসলাম, ইউনিয়ন ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।