সারিয়াকান্দিতে জমজমাট আয়োজনে শেষ হলো ৫ দিনব্যাপী পৌষমেলা
বগুড়ার সারিয়াকান্দিতে ৫ দিনব্যাপী পৌষমেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ এতিহ্যবাহী এ মেলার প্রধান আকর্ষণ ছিলো ঘোড়দৌড়। ঘোরদৌড় এবং মেলায় ঘুরতে প্রতিদিন জমায়ের হয়েছিল হাজারো মানুষ।
শীতকাল উপলক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বেশ কয়েকটি মেলা বসে। এগুলো হলো ফুলবাড়ি ইউনিয়নের আমতলী সুখদহ মেলা, চর ডোমকান্দি পৌষমেলা এবং ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা পৌষ মেলা। সাধারণত পৌষ মাসে শীতের আমেজে মেয়ে জামাই এবং আত্মীয় স্বজনদের দাওয়াত দিতেই এসব মেলার সূত্রপাত। এ লক্ষ্যে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর ডোমকান্দি গ্রামে বসেছিল পৌষমেলা। গত বুধবার মেলাটির শুভ উদ্বোধন করা হয়। এ মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড়। প্রতিদিন বিকাল ৩ টা থেকে ঘোরদৌড় শুরু হয়। শেষ হয় সন্ধ্যার আগে। আব্দুল ওয়াদুদ দুলালের সভাপতিত্বে মেলার শেষ দিনে ঘোড় দৌঁড়ে বিজয়ী ঘোড়ার মালিকের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, কর্ণিবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, বিএনপি নেতা মেহেদী হাসান সুফল প্রমুখ।