সারিয়াকান্দি পৌর বিএনপি’র সভাপতি সনি’র বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
বগুড়ার সারিয়াকান্দি পৌর বিএনপি’র সভাপতি শাহাদাৎ হোসেন সনির বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা পৌর বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন সনির বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান উল আলম নামে এক ব্যক্তিকে থানা থেকে জিম্মায় ছেড়ে নেয়ার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সারিয়াকান্দি থানা রোডে বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং হাসপাতাল মোড়ে এসে শাহাদাৎ হোসেন সনির কুশপুত্তলিকা দাহ করে। এরপর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন বেবি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন। সভাটি সঞ্চালন করেন পৌর জাসাস এর সভাপতি আব্দুল মমিন আকন্দ, একেএম মাছুদুর রহমান রিবন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, পৌর ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ভুট্টা মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
অপরদিকে, সোমবার সন্ধ্যায় উক্ত বিক্ষোভের প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে পৌর বিএনপি’র নেতা-কর্মীরা। মিছিলটি সারিয়াকান্দির প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে পথসভায় পরিণত হয়। উক্ত পথসভায় পৌর বিএনপি’র সভাপতি শাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পান্জাব, সোহেল রানা। উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান শোভন, নিলয় হাসান সাকিব প্রমুখ।
এসময় পৌর বিএনপি’র সভাপতি শাহাদাৎ হোসেন সনি গণমাধ্যমকে জানায়, তার বিরুদ্ধে আনত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো কুচক্রী মহল স্বার্থ প্রণোদিত ভাবে এমন অভিযোগ করছে বলেও জানান বিএনপি’র এই নেতা।