যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে
বারপোতা গ্রামস্থ জনৈক ভূট্রো (৪০),পিতা- শাহাদত মাস্টার এর আম বাগান হইতে। ইং- ১৫/৬/২৩ তারিখ, ০৯: ৩৫ ঘটিকায়,
আসামী ১। নুর মোহাম্মদ (৪০), পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, সাং- উত্তর বারপোতা,থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা- যশোর এর হেফাজত হইতে ৩৫ বোতল ফেন্সিডিল,দূর্গাপুর গ্রামস্থ তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হতে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ২। মোঃ তুহিন হোসেন(৩০), পিতা-মোঃ শুকুর আলী ,স্থায়ী: গ্রাম- কাগজপুকুর (পশ্চিমপাড়া),
ও ছোট আচঁড়া গ্রামস্থ বেনাপোল স্থলবন্দরের ২২ নং গেটের পাকা রাস্তার উপর হতে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩। আসামী মোঃ বিল্লাল হোসেন (৪৬), পিতা-মৃত: গনি সিকদার, মাতা-মোছাঃ জহুরা খাতুন ,স্থায়ী: গ্রাম- ভবেরবেড় (পশ্চিমপাড়া) , থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা –যশোরকে গ্রেফতার করেন।পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ জামাল মোড়ল @ কুশাই, পিতা-মোঃ জামাত আলী, সাং-সরবাংহুদা, ২। মোঃ হারুন অর রশিদ, পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-গাতিপাড়া তেরঘরপাড়া, ৩। সত্যজিত বিশ্বাস (৩০), পিতা-নারায়ন বিশ্বাস, সাং-মানকিয়া, ৪। মোঃ মনজুর ইসলাম, পিতা-মৃত জানে আলম, সাং-ভবেরবেড়,৫। সাহেব আলী, পিতা-মৃত মনসুর আলী, সাং-শিবনাথপুর, ৬। রিপন হোসেন, পিতা-আবদুল্লাহ হোসেন, সাং-গাজীপুর (রসুল সাংবাদিক বাড়ির পার্শ্বে),৭। মেহেদী হাসান, পিতা-মুজিবর রহমান, সাং-ভবেরবেড় (পুকুর পাড়া জামে মসজিদের দক্ষিন পার্শ্বে) ,৮। মোঃ মঞ্জু হোসেন, পিতা-মোঃ জানে আলম,সাং-ভবেরবেড়, সব থানা-বেনাপোল পোর্ট জেলা-যশোর’দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৪১ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৯ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬৮ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
৭০ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭৫ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯৬ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
১০০ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
১০৮ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে