শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২৫ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের শস্য কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১২ মে সোমবার বেলা ১১টায় উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন। উদ্বোধন শেষে সমলয় পদ্ধতিতে আবাদকৃত বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা শুরু করা হয়। উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন বলেন, সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় কাংশা ইউনিয়নের কাংশা ও দুপুরিয়া গ্রামের কৃষকের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। এই পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হয়েছিল আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে কৃষিতে নতুন দুয়ার খুলেছে। তিনি বলেন, সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে ‘সমলয়’ চাষ। এ পদ্ধতিতে জমিতে সার ও বালাইনাশক প্রয়োগ করা হয় একই মাত্রা ও একই সময়ে। ফলে ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। এখানে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়েছে। এখন কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করে ধান কর্তন করা হচ্ছে। আর এই কাটা পর্যন্ত সম্পূর্ণ খরচ কৃষি অফিস বহন করেছে। এই প্রকল্পের আওতায় থাকা সব জমিতে একই সময়ে ধান বপন করা হয়েছে এবং একই সময় কাটা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার কৃষক-কৃষানিগণ উপস্থিত ছিলেন।
৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে