শ্যামনগরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৪ মাচ) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় নিজেদের বক্তব্যে কয়েকজন চেয়ারম্যান উল্লেখ করেন এবারের চৌকিদার ও দফাদার নিয়োগ অতি পরিচ্ছন্ন ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া মাদকের ভয়াবহতা নিয়ে সীমান্তবর্তী এলাকায় পাহারার দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের আরও বেশী তৎপর হওয়ার পরামর্শ দেয়া হয়। চলমান রমজানকে কেন্দ্র করে বাজার মনিটরিং ব্যবস্থার উপর গুরুত্বারোপ করা হয়। তবে উপজেলাজুড়ে চলমান ক্যাসিনো কান্ড সহ ডাম্পার চলার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, জি এম আমজাদুল ইসলাম, হাজী নজরুল ইসলাম প্রমুখ।
এদিকে আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জাতীয় ভোক্তা অধিকার সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিমাপে কারচুপি, বাটখারা বা ওজন পরিমাপ যন্ত্রের কারচুপি, মেয়াদউত্তীর্ন পণ্য বা ঔষধ বিক্রয়ের দন্ডসহ মিথ্যা এবং হয়রানীমুলক মামলা দায়েরেরর পাশাপাশি ভোক্তা অধিকারের নানা দিক নিয়ে আলোচনায় হয়।
ছবি- শ্যামনগরে আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।
১ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে