১০ মহররম বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত এ উপলক্ষে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ( ২৯ জুলাই ,২০২৩) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের
উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, ইসলামিক ফাউণ্ডেশন ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমামও খতিব হাফেজ মুফতি মাওলানা ইশারত আলী, প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মোঃ হাবিবে মিল্লাত সকলের উদ্দেশে তিনি তার বক্তব্য বলেন, পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক। কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, প্রেরণা জোগায় সত্য ও সুন্দরের পথে চলার। পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক- এ প্রত্যাশা করি।
ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠাতা করে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম ধর্ম আমাদের সকল মুসলমানদের কে সম্মানিত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ে ছিলেন বাংলাদেশে জাতি বর্ণ নির্বে শেষে এক সাথে বসবাস করবে। মহান আল্লাহ পাকের দিক নিদের্শন গুলি ও নবী রাসূলের সূন্নত গুলি সঠিক ভাবে পালন করবে এই জন্য তিনি ইসলামিক ফাউণ্ডেশন তৈরী করে ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউণ্ডেশন তৈরী করে করে ছিলেন।
উল্লেখ্য - ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজন প্রতি বৎসরের ন্যায় পবিত্র আশুরা পালন করা হয়। এবং দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, ইসলামিক ফাউণ্ডেশন ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের জেলা মডেল মসজিদের মোয়াজ্জেম মোঃ রেদওয়ানুল হক সোহাগ।
৯ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ২ মিনিট আগে
১১ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে