ভায়রা,শালি,শালকের হামলায় বাহার নামক এক আদম ব্যবসায়ি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার(১৪অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শান্তিনগর প্লাজার এম বাহার ওভারসিস ট্রাভেলস এজেন্সির অফিসে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী জয়নব অভিযোগ করে বলেন, বাহার তার এক বন্ধুর কাছ থেকে আমার ছোট বোনের স্বামীর জন্য কাতারের ভিসার ব্যবস্থা করেন। আজ তার ফ্লাইট হওয়ার কথা ছিল। কিন্তু কোনো এক জটিলতায় আজ ফ্লাইটটি মিস হয়। এজন্য আমার ছোট বোন ফাতেমা, তার স্বামী জাকির ও আমার ভাই ইউনুস ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর অফিসে গিয়ে তাকে মারধর করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত বাহার নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সাকিরপুর গ্রামের চাপড়াছি বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে। সে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে যাত্রাবাড়ীর কাজলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতো।
রমনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল উসমান মাসুম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্বজনদের মারধরে তিনি মারা গেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে
৯ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৮ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৪০ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
৫৩ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৭০ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
৯৬ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
১৭৩ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে