ঈদ এলেই নোয়াখালীর পরিবহনগুলোর কাছে জিম্মি হয়ে পড়ে সাধারণ যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায় দেখার যেন কেউ নেই। কোনো যাত্রী প্রতিবাদ করলে অপদস্থ-অপমানিত হতে হয়। প্রশাসন থেকেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা।
ঢাকা টু নোয়াখালীর নির্ধারিত ভাড়া ৫৫০ টাকা হলেও
ঈদে লাল সবুজ পরিবহন একুশে পরিবহন, হিমাচল,ইকোনো পরিবহন সহ প্রায় সব পরিবহন নোয়াখালী থেকে ঢাকা ভাড়া আদায় করছে ৮০০ টাকা করে।
লাল সবুজ পরিবহন সোনাইমুড়ি জোরপোল ছাতারপাইয়া কাউন্টারে অতিরিক্ত ভাড়া নিয়ে জানতে চাইলে কোনো সঠিক তথ্য দেয়নি। অতিরিক্ত ভাড়া আদায় করলে প্রশাসন জরিমানা করবে এক যাত্রীর এমন কথায় কাউন্টার ম্যানেজার জানান, জরিমানা করার জন্য।
সাধারণ যাত্রীদের একটাই কথা এসব টাকা যাচ্ছে কোথায়? এর কি কোনো প্রতিকার হবে নাই,দেশে কি আইন নাই??
৮ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে
২৭ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৯ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৫২ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬৯ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে
৯৬ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
১৭৩ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে