লেখক নূর আহমদ কামরান।
হটাৎ করে পৃথিবী চেরে চলে গেলেন বাবা।
তখন থেকে শুরু হলো
জীবন নিয়ে ভাবা।
পরিবারের হালটা এখন
এলো আমার হাতে।
বাস্তবতা বুঝে গেছি
এখন আমি থাতে।
অলসতার হেলা ছেড়ে
মনটা লাগাই কাজে।
এখন আমার সময় কাটে
সফলতা খুজে।
বাবা ছিলেন গাছের মতো
মাথার উপর ছাতা।
বাবার মনে জমা ছিলো
আমার জন্য সাগর সমান মায়া।
৫ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৮ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৩ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৬০ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
৬৫ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৮ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
৭১ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
৭৪ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে